বাংলা ব্যাকরণের বিভিন্ন উপাদান আর বাস্তব ক্ষেত্রে শুদ্ধভাবে ভাষার প্রয়োগ শেখানো হয় বলে এসএসসি বাংলা ২য় পত্র অনেকের জন্য বেশ কঠিন। তবে একে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ এ বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে পরিষ্কার ধারণা থাকলে সিলেবাস প্রস্তুতি সহজ হয়ে আসবে। সে ধারণাই পাচ্ছো এবারের লেখায়।
এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার মানবণ্টন
পরীক্ষার অংশ | মান |
রচনামূলক অংশ | ৭০ |
বহুনির্বাচনি অংশ | ৩০ |
এসএসসি বাংলা ২য় পত্রে কোন ধরনের প্রশ্ন আসে?
রচনামূলক অংশ
রচনামূলক প্রশ্নের ধরন | মান |
অনুচ্ছেদ | ১০ |
পত্র/দরখাস্ত | ১০ |
সারাংশ/সারমর্ম | ১০ |
ভাব সম্প্রসারণ | ১০ |
প্রতিবেদন | ১০ |
প্রবন্ধ রচনা | ২০ |
বহুনির্বাচনি অংশ
এ অংশে সাধারণত ব্যাকরণ থেকে অধিকাংশ প্রশ্ন থাকে।
এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার সময়বণ্টন
বাংলা ২য় পত্র পরীক্ষার জন্য সময় পাবে মোট ৩ ঘন্টা। এর মধ্যে বহুনির্বাচনি অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাকী থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।
ধরা যাক, খাতা ঠিক করতে, প্রশ্ন পড়তে আর নির্বাচন করতে তোমার ১০ মিনিট লাগে। অর্থাৎ ১৪০ মিনিট সময় তুমি পাচ্ছো রচনামূলক অংশের জন্য। তাহলে অনুচ্ছেদ, পত্র/দরখাস্ত, সারাংশ/সারমর্ম, ভাব সম্প্রসারণ আর প্রতিবেদনের জন্য আলাদা আলাদাভাবে ২০ মিনিট রাখতে পারো। সেক্ষেত্রে প্রবন্ধ রচনা লিখতে ৪০ মিনিট সময় থাকবে তোমার।
এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস প্রস্তুতি নেবার উপায়
ব্যাকরণ অংশের প্রস্তুতি
- বইয়ের ব্যাকরণের প্রত্যেকটি অধ্যায় ভালোমতো উদাহরণের সাহায্যে বুঝে বুঝে পড়ো।
- পড়ার সময় মূল তথ্যগুলো দাগিয়ে নিতে পারো।
- সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, কারক, কাল, পদ, যতিচিহ্ন ইত্যাদি অধ্যায় বারবার অনুশীলন করো।
- বাগধারা, প্রবাদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদি মুখস্থ করে নাও।
- সহায়ক কোনো বই থেকে বহুনির্বাচনি প্রশ্নগুলো পড়ো ও সমাধান করো।
রচনামূলক অংশের প্রস্তুতি
- পাঠ্যবইয়ে দেয়া সকল রচনামূলক অংশ পড়ে ফেলো।
- টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা রচনামূলক প্রশ্নগুলো নিয়মিত ঘাঁটাঘাঁটি করো।
- রচনামূলক অংশগুলো লেখার সঠিক নিয়ম জেনে বেশি বেশি প্রাকটিস করতে থাকো।
- লেখার সময় যেন বানান ভুল না হয়, সেদিকে খেয়াল রাখো।
- গুরুত্বপূর্ণ রচনা, প্রতিবেদন, ভাবসম্প্রসারণ খাতায় নোট করে রাখতে পারো৷
- সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর লেখার অভ্যাস গড়ে তোলো।