আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়

আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়

যেকোনো মৌলের জন্য আমরা আদর্শ ভর বা প্রমান ভর হিসেবে একটি কার্বন ১২  আইসোটোপ ভরের ১২ ভাগের ১ ভাগ কে ধরে থাকি।

প্রমাণ বা আদর্শ ভর = একটি কার্বন ১২  আইসোটোপ ভরের ১১২ অংশ

মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর= মৌলের একটি পরমাণুর ভরএকটি কার্বন ১২  আইসোটোপ ভরের ১/১২ অংশ 

আর মৌলের একটি পরমাণুর ভর বলতে বুঝায় পরমাণুটির প্রোটনের ভর ও নিউট্রনের ভরের যোগফল 

একটি পরমাণুর ভর = পরমাণুটির প্রোটনের ভর + পরমাণুটির নিউট্রনের ভর

একটি কার্বন ১২  আইসোটোপ ভরের ১১২ অংশ ভর কত তা আমরা কিভাবে জানবো?

১ মোল বা ১২ গ্রাম কার্বন = 6.02 x 1023  টি কার্বন পরমাণু 

6.02 x 1023  টি কার্বন পরমাণুর ভর = 12 গ্রাম

6.02 x 1023  টি কার্বন পরমাণুর ভর = 12 গ্রাম

∴1 টি কার্বন পরমাণুর ভর = 126.02 x1023

1/12 অংশ কার্বন পরমাণু ভর = 112126.02 x1023

                                       =1.66 x 10-24 গ্রাম

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =