গ্যাসের মোলার আয়তন

গ্যাসের মোলার আয়তন

নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলা হয়।

প্রমাণ অবস্থা (STP):

0℃ তাপমাত্রা ও 1 বায়ুমন্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বলে। সংক্ষেপে একে আদর্শ বা প্রমাণ অবস্থাও বলে। 

প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার।

সমীকরণের সাহায্যে মোলসংখ্যাকে নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায়-

  • n = wM
  • n = V22.4
  • n = N6.022×1023

যেখানে, 

n = মোল সংখ্যা 

w = গ্রাম এককে ভর

V = লিটার এককে আয়তন

N = অণুর সংখ্যা এবং 

M = আণবিক ভর হলে,

এখন একটি উদাহরণ দেখবো।  

5 মোল CO2 গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন নির্ণয় –

এখানে n= 5

প্রমাণ অবস্থায় আয়তন V=?

আমরা জানি n = V22.4

    V = n22.4

 ∴ V= 522.4 লিটার 

      =112 লিটার

সমীকরণ ব্যাবহার করে এভাবেই মোলার আয়তন নির্ণয় করা যায়।

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =