Adjective

Adjective

Hey, you are looking stunning today!

Really! Thank you.  

তোমাকে যে তোমার friend compliment টি দিলো তা কিন্তু ‘Adjective’ ছাড়া সম্ভব হতো না।

অথবা তোমার ছোট ভাই-বোন যখন দুষ্টুমি করে এবং তুমি তাদেরকে naughty আখ্যা দাও, তাও ও কিন্তু ‘Adjective’ ছাড়া possible হত না।      

কথা বলার সময় প্রতিনিয়ত আমরা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করি, এই শব্দগুলোই Adjective। শুরুতেই যে ‘stunning’ wordটি use করা হলো এটিও একটি Adjective।  

Noun কিংবা verb-এর মত Adjective একটা sentence complete করার জন্য জরুরি না। কিন্তু এগুলো sentence-এ detail or depth add করে।

Adjective কী বা কেন এদের আমরা ব্যবহার করি তা তো বুঝতে পারলে, এখন চলো দেখে নেই এই adjective কত ধরনের হয়ে থাকে। 

Types of adjectives: 

types of adjective

Adjective-কে ৪ ভাগে ভাগ করা হয়, যা হলো: Adjective of Quality, Quantity, Number and Pronominal. Pronominal Adjective আবার ৪ ধরনের হয়, সেগুলো হলো: Possessive, Demonstrative, Distributive and Interrogative Adjectives। এবার চলো এদের নিয়ে আরও details-এ জেনে নেই। 

TypesDefinitionExamples
Adjective of Qualityযে adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকেই  adjective of quality বলে। Adjective of quality usually ‘what kind of’, প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। Example: 
Dana is a pretty girl. Ishita is an excellent cook. My grandmother is very weak. 
Adjective of Quantity যে  adjective কোনো noun বা pronoun-এর পরিমাণ বুঝায় আমরা তাকেই, adjective of quantity বলে থাকি। Much, little, a few, sufficient, enough ইত্যাদি। adjective of quantity সাধারণত ‘how much”, প্রশ্নটার উত্তর দিয়ে  থাকে।Example: 
I have enough money. I have a few dresses. There is a little milk in the glass.
Adjective of Numberযে adjective কোনো noun-এর সংখ্যা, ক্রম বা পর্যায় বুঝিয়ে থাকে তাকেই adjective of number বলে। such as: one, first, triple, several etc. এটা সাধারণত “how many” প্রশ্নের উত্তর দিয়ে  থাকে। Example: 
I have met Sonia several times. I bought some chocolates for my niece. Inarah ate five chocolates. 
Pronominal Adjectiveকোনো pronoun যখন noun-এর আগে বসে adjective-এর কাজ করে তাকেই  pronominal adjective বলে। যেমন: this, that, those, all, some ইত্যাদি।  Example: 
This book is huge. That museum is in Dhaka. Perform those duties devolve upon you.

Pronominal adjective কে আবার ৪ ভাগে ভাগ করা হয়।

Adjective Classifications along with definitions and examples

TypesDefinitionExamples
Possessive Adjectivesযে adjective গুলো noun-এর সামনে বসে ‘ownership’, ’possession’ বা ‘belonging’ বুঝায়, তাকেই possessive adjectives বলে।Examples:
My book has been lost. His car is very expensive. Her dress is stunning. 
Demonstrative Adjectivesযে demonstrative pronoun কোনো noun-এর আগে বসে তাকে  ‘qualify’ করে, অর্থাৎ noun-এর অবস্থা বুঝায়, তাকে demonstrative adjective বলে।Examples:
This is my bag. That cat was hungry. These clothes are wet.
Distributive Adjectivesযে adjective ব্যবহার করে প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বুঝানো হয়, তাকেই Distributive adjective বলে। Examples:
Each member was present. Every nation is proud of its culture. Both of them are in the room. 
Interrogative Adjectives যে adjective গুলো ব্যবহার করে ‘noun’ সম্পর্কে প্রশ্ন করা হয়, তাদেরকেই আমরা Interrogative adjective বলে থাকি। সাধারণত প্রশ্ন করার জন্য বা information  পাওয়ার জন্য এই adjective  ব্যবহার করা হয়। Examples:
Whose mobile phone is this? What language do you speak at home? Which saree will you buy?

Adjective কী তা আশা করি এখন clear. শুধু তাই-ই নয় তুমি নিশ্চয়ই এখন কোন adjective কোন type-এর তাও identify করতে সহজ হবে তোমার জন্য।

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =