Hey, you are looking stunning today!
Really! Thank you.
তোমাকে যে তোমার friend compliment টি দিলো তা কিন্তু ‘Adjective’ ছাড়া সম্ভব হতো না।
অথবা তোমার ছোট ভাই-বোন যখন দুষ্টুমি করে এবং তুমি তাদেরকে naughty আখ্যা দাও, তাও ও কিন্তু ‘Adjective’ ছাড়া possible হত না।
কথা বলার সময় প্রতিনিয়ত আমরা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করি, এই শব্দগুলোই Adjective। শুরুতেই যে ‘stunning’ wordটি use করা হলো এটিও একটি Adjective।
Noun কিংবা verb-এর মত Adjective একটা sentence complete করার জন্য জরুরি না। কিন্তু এগুলো sentence-এ detail or depth add করে।
Adjective কী বা কেন এদের আমরা ব্যবহার করি তা তো বুঝতে পারলে, এখন চলো দেখে নেই এই adjective কত ধরনের হয়ে থাকে।
Types of adjectives:
Adjective-কে ৪ ভাগে ভাগ করা হয়, যা হলো: Adjective of Quality, Quantity, Number and Pronominal. Pronominal Adjective আবার ৪ ধরনের হয়, সেগুলো হলো: Possessive, Demonstrative, Distributive and Interrogative Adjectives। এবার চলো এদের নিয়ে আরও details-এ জেনে নেই।
Types | Definition | Examples |
Adjective of Quality | যে adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকেই adjective of quality বলে। Adjective of quality usually ‘what kind of’, প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। | Example: Dana is a pretty girl. Ishita is an excellent cook. My grandmother is very weak. |
Adjective of Quantity | যে adjective কোনো noun বা pronoun-এর পরিমাণ বুঝায় আমরা তাকেই, adjective of quantity বলে থাকি। Much, little, a few, sufficient, enough ইত্যাদি। adjective of quantity সাধারণত ‘how much”, প্রশ্নটার উত্তর দিয়ে থাকে। | Example: I have enough money. I have a few dresses. There is a little milk in the glass. |
Adjective of Number | যে adjective কোনো noun-এর সংখ্যা, ক্রম বা পর্যায় বুঝিয়ে থাকে তাকেই adjective of number বলে। such as: one, first, triple, several etc. এটা সাধারণত “how many” প্রশ্নের উত্তর দিয়ে থাকে। | Example: I have met Sonia several times. I bought some chocolates for my niece. Inarah ate five chocolates. |
Pronominal Adjective | কোনো pronoun যখন noun-এর আগে বসে adjective-এর কাজ করে তাকেই pronominal adjective বলে। যেমন: this, that, those, all, some ইত্যাদি। | Example: This book is huge. That museum is in Dhaka. Perform those duties devolve upon you. |
Pronominal adjective কে আবার ৪ ভাগে ভাগ করা হয়।
Adjective Classifications along with definitions and examples
Types | Definition | Examples |
Possessive Adjectives | যে adjective গুলো noun-এর সামনে বসে ‘ownership’, ’possession’ বা ‘belonging’ বুঝায়, তাকেই possessive adjectives বলে। | Examples: My book has been lost. His car is very expensive. Her dress is stunning. |
Demonstrative Adjectives | যে demonstrative pronoun কোনো noun-এর আগে বসে তাকে ‘qualify’ করে, অর্থাৎ noun-এর অবস্থা বুঝায়, তাকে demonstrative adjective বলে। | Examples: This is my bag. That cat was hungry. These clothes are wet. |
Distributive Adjectives | যে adjective ব্যবহার করে প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বুঝানো হয়, তাকেই Distributive adjective বলে। | Examples: Each member was present. Every nation is proud of its culture. Both of them are in the room. |
Interrogative Adjectives | যে adjective গুলো ব্যবহার করে ‘noun’ সম্পর্কে প্রশ্ন করা হয়, তাদেরকেই আমরা Interrogative adjective বলে থাকি। সাধারণত প্রশ্ন করার জন্য বা information পাওয়ার জন্য এই adjective ব্যবহার করা হয়। | Examples: Whose mobile phone is this? What language do you speak at home? Which saree will you buy? |
Adjective কী তা আশা করি এখন clear. শুধু তাই-ই নয় তুমি নিশ্চয়ই এখন কোন adjective কোন type-এর তাও identify করতে সহজ হবে তোমার জন্য।