Adverb

Adverb

What is an Adverb?

তুমি কি জানো ‘Adverb’ word টি কোথা থেকে এসেছে? বা এর উৎপত্তি কোথা থেকে? ‘Adverb’ word টির গঠন মূলত, add + verb থেকে।

তাহলে সহজভাবে বলা যায়, verb-এর activities নিয়ে যে word টি কথা বলে তাকেই Adverb বলে।

Adverbs are describing words which give more information about the verb. They also provide more information about adjectives and other adverbs.                                   

Types Of Adverb

চলো এবার আমরা Adverb-এর types গুলো দেখে  নেই। তুমি chart-এ দেখতে পারছো Adverb তিন ধরনের হয়ে থাকে, যা হল Simple, Interrogative, Relative or Conjunctive Adverb। সাথে কিন্তু Simple Adverb-এরও বেশ কিছু types দেখতে পারছো।

চলো এখন adverb-এর type গুলো নিয়ে আমরা briefly জেনে নেই। 

Simple Adverb

যে Adverb কোনো word বা sentence-কে modify করে তাকে আমরা Simple Adverb বলি। 

যেমন, The boy performs nicely। এই sentence –এ ‘nicely’ adverb টি শুধুমাত্র verb ‘performs’ কে modify করছে।

এখন আমরা জানবো Simple adverb-এর বেশ কিছু ধরণ।   

Type of simple adverb Explanation and example 
Time Adverb of time, verb-এর activities-এর time নির্দেশ করে। 
কিছু words যেগুলো adverb of time হিসেবে sentence-এ use হয় সেগুলো হলো, Daily, always, now, then, today, tomorrow, yesterday, ago, often, never, sometimes, after, already, before, when ইত্যাদি। 
Place Adverb of place, verb-এর activities-এর জায়গা বা place কে নির্দেশ করে। 
কিছু words যেগুলো adverb of place হিসেবে sentence-এ use হয়, সেগুলো হলো, Here, there, everywhere, anywhere, in, out, above, far, near, inside, below ইত্যাদি। 
Manner Adverb of manner, verb-এর activities-এর process নিয়ে কথা বলে। 
যে words গুলো Adverb of manner হিসেবে sentence-এ use হয় সেগুলো হলো – Badly, silently, slowly, gently, wisely, well, so, thus, how ইত্যাদি।
Degree Adverb of degree কোনো verb or adjective-এর quantity or limit কে indicate করে। 
Words যেগুলো adverb of degree হিসেবে sentence-এ use হয় সেগুলো হলো – Extremely, half, very, much, so, too, how, twice, almost, fully, wholly ইত্যাদি। 
Numberএটি verb-এর সংখ্যা বা number কে নির্দেশ করে। 
যেমন- Once, twice, secondly, thirdly, often, always, again, never, seldom, sometimes ইত্যাদি
Orderএটি verb-এর  sequence বা order কে বুঝায়। 
যেমন- Then, next, first, second, third, last, lastly, secondly, after that, Finally ইত্যাদি word গুলো adverb of order বুঝানোর জন্য use করা হয়।
Cause and Effectএটি verb-এর reason বা effect কে indicate করে। 
যেমন: why, hence, therefore, wherefore, accordingly, consequently, as, yet, become, so ইত্যাদি
Assertion এটি কাজ সম্পর্কে বলে থাকে যে, কাজটি ‘হা-বোধক’ বা assertion নাকি ‘না-বোধক’ বা negation। তাছাড়া certainty বা suspicion ও হতে পারে। 
যেমন: yes, no, not, surely, certainly, truly, probably, indeed, really ইত্যাদি।

Interrogative Adverb

যে ধরণের Adverb কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে use হয় তাকে আমরা বলি Interrogative Adverb.

যেমন: why, when, where, how, how many, how much etc.

Example:

  • When will you go there?
  • Where does he live?
  • How often does the bell ring?

Relative or Conjunctive Adverb

যে adverb কোন word কে modify করে and ২টি clause কে join করে তাকে relative or conjunctive adverb বলে। অনেক সময় এই adverb ২টি clause, phrase বা words কে সেমিকোলন দিয়ে আলাদা করে কিন্তু কমা দিয়ে না।

চলো এর কিছু উদাহরণ দেখে নেই-

  • I know when he will come.
  • It was raining therefore I changed my plan.
  • Will you tell me where he lives?
  • Get up early in the morning otherwise he will be late.

So, বুঝতেই পারছো- উপরের Sentence গুলোতে when, therefore, where,  otherwise এগুলো হলো Relative/Conjunctive Adverbs.

উপরে adverb-এর definition এবং classification  দেখে আশা করছি এই topic টি নিয়ে তোমার ভালো একটি idea হয়েছে। নিজেকে আরো পারদর্শী করে তুলতে বেশি বেশি করে adverb practice করতে থাকো। Always hope for the best!

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =