Interjection

Interjection

-Oh no! You are feeling sad.
-Yeah, I scored poor at math.

আচ্ছা, এখানে Oh no! কেনো use করলাম? শুধু, ‘You are feeling sad’ এটাও তো লিখতে পারতাম, তাই না? কিন্তু খেয়াল করে দেখো তো, শুধু ‘You are feeling sad’ এটা লিখলে কি তুমি বুঝতে পারতে সে sad feel করছে জন্য আমারও মন খারাপ হচ্ছে? না, বুঝতে পারতে না। আমারও তার জন্য মন খারাপ হচ্ছে এটা প্রকাশ করার জন্যই এখানে Oh no! ব্যবহার করেছি। আর এটাই হলো, Interjection.

An interjection is a word or a group of words that expresses the kind of emotions or feelings like – excitement, anger, fear, shock, pain or happiness.

একটি sentence-এ interjectional word use করতে বা অন্য কেউ করেছে কিনা এটা বোঝার সবচেয়ে সহজ, সুন্দর sign হলো exclamatory (!) sign. এই sign sentence-এ থাকলেই আমরা বুঝে যাবো কেউ তার emotion-এর depth বুঝাচ্ছে বা বুঝাতে চাইছে।

Functions and examples of interjections:


Interjection কীভাবে, কোথায় ব্যবহার করা হয়, নিচে সেগুলোর উদাহরণসহ definition সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো-

Express Feeling


আমরা আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য কিছু Interjectional words use করে থাকি, সেগুলো হলো-
Examples of feelings and associated interjections include:
Excitement: “Wow!”
Surprise: “Oh my!”
Approval: “Great job!”
Fear: “Yikes!”
Happiness: “Great!”
Anger: “Grrr!”
Pain: “Ow!”

Evoke the past


অতীতের কথা বলার সময় আমরা আমাদের emotion বুঝানোর জন্য কিছু শব্দ কম বেশি সবাই বলে থাকি, সেগুলো তুমি পাশের টেবিলেই দেখতে পারছো।
Examples of expressing past feeling interjections include:
Alas!
Gee!
Holy smokes!
Golly!
Eureka!
Gadzooks!

Emphasize a pause or silence


মাঝে মাঝে কথা বলার সময় আমরা থেমে যাই বা একটু চুপ হয়ে যাই অথবা বুঝতে পারি না এরপরে আর কী বলবো, তখনো কিন্তু আমরা কিছু শব্দ জেনে অথবা না জেনে ব্যবহার করে থাকি, সেগুলোও Interjection.
Here are some examples of interjections that show pause or silence:
Um: ‘I’m here to, um, talk about, um, my project.’
Er: ‘I forgot to, er, ask for permission.’
You know: ‘I think, you know, that we should, you know, do it now.’

Commonly spoken phrases and sounds


এখন আসি মজার একটা part-এ। উপরে দেওয়া শব্দগুলো যদি আমরা কেউ ব্যবহার না-ও করি, ‘excuse me’, ‘ok’ এই শব্দগুলো কথার মাঝে কেউ বলে না, এমন হতেই পারে না। হ্যাঁ, এগুলোও কিন্তু interjection, যা আমরা প্রত্যেকে প্রতিদিন কথার মধ্যে বলে থাকি। এখানে তুমি দেখতে পারছো কোথায়, কখন কোন শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়ে থাকে।
Examples of interjections like this include:
Greetings and goodbyes: ‘Hi there.’
Getting someone’s attention: ‘Excuse me!’ ‘Pssssst.’ ‘You there!’
Responses: ‘Uh-huh.’ ‘Alright.’ ‘OK!’
Starting a sentence: ‘Well, ‘Yes, ‘Indeed,’

Interjectional Phrase


কোনো phrase যখন interjection-এর মতো করে মনের sudden emotion বা excitement কে express করে, তখন আমরা তাকে interjectional phrase বলি।

এইযে আমরা এতক্ষণ Interjection সম্পর্কে জানলাম, কিন্তু তুমি কি জানো, Interjection-এর কোনো structural value নেই? এই word-গুলো just sentence-এর সাথে add হয়ে মনের ভাব বা feeling-এর depth বোঝাতে সাহায্য করে। Sentence-এর অন্য word-গুলোর সাথে সাধারণত, interjection-এর কোনো relation থাকে না। Sentence থেকে এই word-গুলোকে বাদ দিলেও sentence কিন্তু ঠিকই complete হয়। নিচের টেবিলে তুমি পাশাপাশি উদাহরণ দেখতে পারছো, পার্থক্যটা নিজেই বুঝতে পারবে আশা করি।

With Interjection

What! You failed?

O My God! There is a big snake.

Hey! Nilima, you left your bag.


Without Interjection


You failed?
There is a big snake.
Nilima, you left your bag.

আমরা দেখলাম interjection কী এবং একটি sentence-এ কীভাবে ব্যবহৃত হয়। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও, কারো আবেগ বা অনুভূতি বোঝার জন্য বা নিজের অনুভূতি প্রকাশ করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অন্য কেউ না করলেও, তোমার নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে হলে interjection use করতে ভুলোনা যেন!

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =