Condition word-টি শুনলেই মনে হয় কোনো শর্তের কথা বলছে তাই না? Sentence conditionals-ও তার ব্যতিক্রম কিছু না।
সহজ কথায় বলতে, Conditional হলো একটি complex sentence যেখানে dependent clause আর independent clause, IF দিয়ে যুক্ত থাকে।
এখানে dependent clause-টি if দিয়ে start হয় এজন্য, একে if clause বলে আর independent clause-কে বলে main clause.
যেমন:
- If you come, I will leave.
- If it rains, I will not go.
এখানে, If you come এবং If it rains হলো dependent clause কারণ তারা একা complete meaning express করে না, এর সাথে independent clause- I will leave এবং I will not go add করতে হয়েছে। অর্থাৎ, if clause-টি হলো condition এবং main clause-টি হলো result. মনে রাখবে if clause-টি sentence-এর 1st part বা 2nd part যে কোনোটাতেই থাকতে পারে। এখন চলো জেনে নেই English-এ কত ধরনের conditionals আছে।
Types of conditionals:
Chart-টি দেখতে পাচ্ছও Sentence conditionals 5 ধরনের হয়ে থাকে। Zero conditional, 1st conditional, 2nd conditional, 3rd conditional এবং mixed conditional. এবার চলো এদের সম্পর্কে details-এ জেনে নেই।
Types | Definition | Sentence Structure | Examples |
Zero conditional | Zero conditional এমন situation-কে refer করে যা সবসময় সত্য হয়। | If + present simple + Comma (,) present simple | Example: If you eat junk food, you gain weight. If it rains, roads get muddy. |
1st conditional | 1st conditional দিয়ে এমন situation-কে refer করে যা হতে পারে আবার নাও হতে পারে। | If + present simple + comma + infinitive | Example: If she goes, I will tell you. If you need a pen, I will buy it for you. |
2nd conditional | 2nd conditional এমন situation-কে refer করে যা হওয়া impossible, বা হলেও possibility খুবই কম। | If + past indefinite + principal clause or, Principal clause + if + past indefinite. | Example: If I were the manager, I could hire you. If You were the king, you could save the empire. |
3rd conditional | 3rd conditional past-এর এমন situation-কে refer করে, যে আগের eventটি অন্যরকম হলে present situation-ও অন্য রকম হতো, কিন্তু তা হয়নি। | If + past perfect + perfect conditional এবং perfect conditional-এর sentence structure-টা হবে, subject + should have/ would have/ could have/ might have + past participle form of verb | Example: If I had played the football match, I would have scored one. If you had sat for the exam, you would have passed. |
Mixed conditional | সাধারণত Polite request বুঝাতে mixed conditional ব্যাবহার করা হয়। | যখন speaker মনে করে যে listener তার condition বা request শুনবে তখন If you could + verb present form – দিয়ে sentence শুরু হয়। এখানে principal clause silent থাকে। | Example: If you could bring that book for me. If you could hire an employee. |
যখন speaker বা listener কোনো wish exchange করতে চায় তখন If + want/wish অথবা If + would like/care দিয়ে sentence শুরু হয়। | Example: If you want to go, I can go with you. If you would like to have a cup of coffee, I can wait. |
সবগুলো structure একসাথে একটি টেবিলে দেখানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তোমার সুবিধা এবং প্রয়োজন অনুসারে conditiopnal-এর সাথে structure মিলিয়ে বাসায় বেশি বেশি practice করতে থাকো, তাহলে আরো clearly বুঝতে পারবে। Good luck!