Connectors দিয়ে connect হওয়া যায় নাকি আবার!
হ্যাঁ যায়। Connectors দিয়েই তো connect হওয়া যায়। চলো দেখে নেই সেটা কীভাবে।
কথা বলা বা লেখার সময় একের বেশি sentence-এর মধ্যে relation, sequence ও continuity maintain করার জন্য যেসব শব্দ, conjunction হিসেবে ব্যবহার করা হয় তাদের sentence connectors বলে। |
চলো উদাহরণ দেখে নেই, তাহলে সহজেই বুঝতে পারবো কীভাবে connectors দিয়ে sentence connect করা যায়।
Examples:
- As soon as I finished my shopping, I returned home.
এখানে as soon as, conjunctions দিয়ে দুটি clause বা sentence-কে connect করে একটি sentence complete করা হয়েছে।
- Although she loves her job, she decided to quit the job.
একইভাবে, এখানেও although, conjunctions ব্যবহার করে দুটি clause বা sentence-কে connect করে একটি sentence complete করা হয়েছে।
Types of sentence connectors:
Connectors-এর fixed কোনো classifications না থাকলেও sentence-এ conjunction ব্যবহারের উপর ভিত্তি করে connectors-কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচের চার্ট দেখলে আরো বেশি clear হবে।
Sentence-এ এগুলো কীভাবে ব্যবহার করা যায়, উদাহরণসহ দেখে নেই।
Types | Description | Examples |
Logical order or sequence | Logical order বা sequence বুঝতে যেসব connectors use করা হয় সেগুলো হলো: First, firstly, secondly, in the beginning, in between, in the middle of, next, last, finally, after that etc. | First of all I would like to thank my family. After that my teachers helped me. Finally to those who believe me. |
To provide extra information | Extra information দিতে In addition, moreover, furthermore, besides, as well as, not only… but also এই connectors-গুলো use করা হয়। | He is a good student in addition he is a very talented boy. Maliha is not only a good listener but also a good speaker. |
To indicate contrast | Contrast বুঝতে যে connectors-গুলো use হয় সেগুলো হলো: However, on the other hand, on the contrary, rather, but, still, instead of etc. | Instead of going home, Asha went to the hospital. That man has a lot of money. However he is not happy at all. |
To draw comparison | Comparison বুঝাতে Similarly, in the same way, likewise, than, least, less etc. connectors-গুলো use হয়। | Faruk is a better class representative than Sohel. Shamima talks to her colleagues in the same way she talks with her friends. |
To show cause or reason | Cause বা কারণ বুঝাতে যেসব connectors use করা হয় সেগুলো হলো: since, for, because of, as and why etc. | Since it’s raining, I can’t go to college. He became sick because of the sunny weather. |
To give examples | উদাহরণ বা Examples দিতে For example, in other words, such as, for instance ইত্যাদি connectors use করা হয়। | I like a few fruits such as mango, litchi, and watermelon. In other words, I would like to join the meeting. |
To indicate place and time | Place and time indicate করতে at that time, there, where, before, after, since, when, while ইত্যাদি connectors হিসেবে use করা হয়। | At the time we reached home, it started raining. While I was going to the market, I met one of my school friends. |
To give references | এক topic থেকে অন্য topic-এ কথা বলতে যেসব connectors use করা হয় সেগুলো হলো: With reference to, with respect to, by the way, with regard to, regarding, speaking of etc. | Good to see you! By the way, how’s your health now? With reference to the project, I present the presentation. |
To conclude | উপসংহার বা Conclusion indicate করতে যেসব connectors use করা হয় সেগুলো হলো: In brief, to sum up, in short, in a nutshell, to summarize, in a whole ইত্যাদি। | We had a long discussion. In a nutshell the point was that we are going for a tour. To summarize the chapter, we pointed out a few lines. |
আমরা কম বেশি সবাই-ই প্রতিনিয়ত আমাদের কথার মাঝে connectors ব্যবহার করে থাকি কিন্তু জানিনা কোনটা কোন category-তে পরে। আশা করি আজকের এই lesson থেকে সেটা clear হয়ে যাবে।