Speak with Sentences
মানুষের সাথে অন্য প্রাণী জগতের একটি বিশেষ পার্থক্য হচ্ছে ভাষাগত পার্থক্য। মানুষই একমাত্র প্রাণী যারা language-এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। এই মনের ভাব প্রকাশ করতে আমরা যে tool-টি ব্যবহার করি তা হলো sentence. একবার ভেবে দেখতো, যদি তোমাকে কেউ single word দিয়ে মনের সব ভাব বুঝাতে বলে তুমি কি পারবে? না। এজন্য তোমাকে sentences use করতে হবে।
What is a sentence?
A sentence is a group of words that expresses a thorough idea by giving a statement/order or asking a question or exclaiming. অর্থাৎ, যখন দুই বা তার বেশি শব্দ একসাথে হয়ে complete idea and meaning express করে তাকে sentence বলে। যেমন: I like coffee over tea, I play cricket with my friends etc.
Sentence-এর দুটি অংশ থাকে। subject ও predicate.
Sentence-এ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে subject বলে। আবার, sentence-এ subject সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো predicate.
Subject | Predicate |
Mitu | is an excellent cook. |
Dana | plays chess. |
Ishita | loves chocolates. |
কিন্তু সবসময় কি subject দিয়ে sentence শুরু হয়? হয় না। আমরা যখন Question করি তখন আগে verb বসে, তারপর subject বসে।
For example:
- Why are you standing here alone?
- What happened to you?
এই sentence-গুলোতে আমরা দেখছি subject, verb-এর আগে বসেছে।
Sentence আবার here বা there দিয়েও শুরু হয়।
For example:
- There are five apples in the basket.
- Here is my color pencil box.
কিছু কিছু sentence prepositional phrase দিয়েও শুরু হয়।
For example:
- Across the road, the horse ran quickly.
- Coming up with a new idea, I asked my friends to reorganise the writing.
Classifications of sentences:
Sentence-এর classification আমরা ২ ভাবে করতে পারি। তা হলো Structure wise and Meaning wise. এখন চলো দেখে নেই Structure wise sentence-এর types.
এবার চলো structure wise sentence-এর classification-টি details-এ দেখে নেই।
Sentence Type | Definition | Examples |
Simple | A simple sentence consists of just one independent clause. It has no dependent clauses. আরও Easily বললে, simple sentence হলো সেই sentence যার মধ্যে একটি মাত্র subject ও একটি মাত্র predicate থাকে। | Examples: I am good at carrom board. Siam plays video games. Padma bridge is a big project. |
Complex | যখন কোনো sentence-এ একটি independent clause এবং এক বা একের বেশি dependent clause থাকে তাকে Complex sentence বলে। | Examples: When I decided to give up, my mother motivated me. If you don’t study, you will fail. Even though she was educated, her mentality was unacceptable. |
Compound | যখন কোনো sentence-এ দুই বা ততোধিক simple sentence বা independent clause বিভিন্ন conjunction, যেমন: and, or, but ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তখন তাকে compound sentence বলে। | Examples: I was mad but chose to stay silent. He was rich yet a miser. Sifat was uneducated but enlightened. |
আশা করছি Structure wise sentence-এর classification নিয়ে তোমার আর কোনো confusion নেই। এখন চলো Meaning wise sentence-এর ধরনগুলো জেনে নেই।
চলো ধরনগুলো নিয়ে আরও বিস্তারিত ভাবে জেনে নেই এখন।
Type | Definition | Examples |
Assertive | Assertive sentence সাধারণত idea, facts or opinion express করে। এটি আবার হ্যাঁ বোধক বা Affirmative কিংবা না বোধক বা Negative হয়ে থাকে। | Examples: Affirmative: She drinks tea. I ride a bicycle. Negative: He is not very good at English. Yesterday I was unable to go. |
Interrogative | যে sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলে। | Example: Where do you live? Who is your father? How’s your health now? |
Imperative | যে sentence দিয়ে order, advice, request, proposal, prohibition etc. বুঝায় তাকে Imperative sentence বলে।Imperative sentence দুই ধরনের হয়ে থাকে। যথা: Affirmative ও Negative | Example: Affirmative: Let me call him. Finish the assignment today. Negative: Don’t open the door. Don’t attend the party. |
Optative | যে sentence wish, prayer, blessing(L) etc. প্রকাশ করে তাকে optative sentence বলে। | Example: May the almighty help in this tragedy! Wish you a very happy married life. |
Exclamatory | যে sentence-এ sudden feeling, joy, sorrow, surprise etc. express হয় তাকে Exclamatory sentence বলে। | Example: Alas! I have failed the exam. Hurrah! We have won the game. Had I been a president! |
Sentence-এর এই blog-টি তোমার Sentence related understanding-কে আরও ভালো করেছে বলে আশা করছি। Sentence নিয়ে আরও কিছু জানার থাকলে আমাদের guided course থেকে তুমি অবশ্যই আরও সাহায্য নিতে পারবে।