Shikho App-এ কীভাবে সিলেবাস / ক্লাস পরিবর্তন করা নিয়ে কনফিউশন? এখনই স্টেপগুলো দেখে সহজেই জেনে নাও:
স্টেপ ১: প্রথমেই Shikho অ্যাপটি ওপেন করো
স্টেপ ২: নিচের ‘প্রোফাইল’ বাটনে ক্লিক করো
স্টেপ ৩: অপশনগুলো থেকে ‘আমার সিলেবাস’ অপশন সিলেক্ট করে নাও
স্টেপ ৪: এবার ‘সিলেবাস পরিবর্তন’ অপশনে ক্লিক করো
স্টেপ ৫: তোমার ক্লাস সিলেক্ট করে আবারো ‘সিলেবাস পরিবর্তন’ বাটনে ক্লিক করো এবং
স্টেপ ৬: কনফার্ম করার জন্য ‘হ্যা’ অথবা ‘না’ অপশন বেছে নাও!
দেখলে তো কত সহজ! আরও ভালোভাবে বুঝতে এখনই জিশান ভাইয়ার পুরো ইন্সট্রাকশন ভিডিওটি দেখে নাও।