এসএসসি রসায়ন পরীক্ষার প্রস্তুতি

এসএসসি রসায়ন সিলেবাস ও প্রিপারেশন

রসায়নের ১১৮টি মৌল ও নানা বিক্রিয়া দেখে বিষয়টি তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে। কিন্তু কিছু tips and tricks মনে রেখে সহজেই তুমি বিষয়টি আয়ত্ত করতে পারবে এবং এসএসসি রসায়ন পরীক্ষায় আসা রসায়ন বিষয়ক গাণিতিক সমস্যা তুমি সমাধান করতে পারবে।

এসএসসি রসায়ন

3 star***2 star **1 star *
Chapter-3(full) Chapter-4(full) Chapter -5(full) Chapter-6(full) Chapyer-7(তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া, জারণ সংখ্যা, জারণ-বিজারণ, লা-শাতেলিয়ার নীতি) Chapter-8 (তড়িৎ রাসায়নিক কোষ) Chapter-11(full)Chapter-2 (কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, গলণাঙ্ক, স্ফুটণাঙ্ক) Chapter-7 (সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া) Chapter-8 ( রাসায়নিক বিক্রিয়ার তাপের  পরিবর্তনের হিসাব, বিক্রিয়ার শক্তি চিত্র) Chapter-9 (ধাতুর সক্রিয়তার সিরিজ, pH) Chapter-10( ধাতু বিশুদ্ধকরণ) Chapter-12( সাবান ও ডিটারজেন্ট)Chapter-1 (রাসায়নিক দ্রব্যের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝার জন্য নির্ধারিত সাংকেতিক চিহ্ন) Chapter-1 (অধঃক্ষেপন বিক্রিয়া, কয়েকটি বিশেষ বিক্রিয়া) Chapter-9 (এসিড বৃষ্টি, পানির বিশুদ্ধতার পরীক্ষা) Chapter-10 (ধাতু নিষ্কাশন) Chapter-12

এসএসসি রসায়ন পরীক্ষাতে যে ধরণের প্রশ্ন আসে?

জ্ঞান মূলক:

  • সংজ্ঞা
  • যৌগের নাম
  • নীতি

অনুধাবন মূলক:

  • রাসায়নিক বিক্রিয়া
  • কোন কিছু কেন বা কিভাবে হয় তার ব্যাখ্যা

প্রয়োগ মূলক:

  • গাণিতিক সমস্যার সমাধান
  • বিস্তারিত ব্যাখ্যা

উচ্চতর দক্ষতা মূলক:

  • গাণিতিক সমস্যার বিশ্লেষণ
  • উদ্দীপকের সমস্যার সাথে বইয়ের main topic relate করে সত্যতা যাচাই/ প্রমাণ করা।

এসএসসি রসায়ন বিষয়ে যেভাবে প্রস্তুতি নিতে হবে

রসায়ন বিষয়ে ভালো করার জন্য আমাদের এই বিষয়ের basic গুলো ভালোভাবে বুঝতে হবে। প্রথমত আমরা যে অধ্যায়টি পড়বো সেখানে কি কি topics আছে, তা খাতায় লিখে নিবো। এতে করে তোমার ঐ অধ্যায় সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে। একই বই ক্লাস নাইনে এবং ক্লাস টেন এ পড়ায়, তোমাদের প্রিপারেশন দুই ক্লাসে দুই ভাবে নেয়া উচিৎ। চলো তাহলে জেনে নেই, আমরা কোন ক্লাসে কিভাবে পড়ব।

Class Nine:  

  • ক্লাস নাইনে প্রথমে আমাদের প্রতিটি অধ্যায়ের topic গুলোর concept clear করে বুঝে বুঝে পড়তে হবে।
  • প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে।
  • প্রতিটি Chapter এর basic জিনিসগুলোর clear idea থাকতে হবে।
  • যেকোন topics, details এ জানতে হবে।
  • নিজে নিজে বিক্রিয়া সমাধান করে দক্ষতা বাড়াতে হবে।

Class Ten:

  • ক্লাস ten এ প্রথমে যে অধ্যায় গুলো বাকি আছে, তা শেষ করে নিতে হবে। এরপর ক্লাস নাইনের কোন Topic নিয়ে confusion বা problem থাকলে তা clear করে নিতে হবে।
  • অনেক বেশি question solve করতে হবে।
  • প্রত্যেক অধ্যায় revise করে এর উপরে exam দিতে পারো।
  • mcq তে ভালো করার জন্য main বই ভালো মতো পড়ে বেশি বেশি practice করতে হবে।
  • প্রস্তুতিকে আরো জোড়ালো করার জন্য তুমি Shikho এর স্মার্ট নোটস এবং problem solving video গুলো দেখে practice করতে পারো।

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =