বাংলা ১ম পত্র মানেই হলো বাংলা গদ্য, পদ্য, উপন্যাস ও নাটক সম্পর্কে জানা। তবে এ বিষয়গুলো জানতে হলে তোমাকে কিন্তু বাংলা সাহিত্যে দক্ষ হবার কোনো প্রয়োজন নেই। সাহিত্যের ভাবগুলো আর পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো বুঝতে পারলে পরীক্ষায় সহজেই ভালো নম্বর পাবে তুমি। এবারের লেখা থেকে জানো কীভাবে এসএসসি বাংলা ১ম পত্র সিলেবাস প্রস্তুতি নেবে।
এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার মানবণ্টন
পরীক্ষার অংশ | মান |
সৃজনশীল অংশ | ৭০ |
বহুনির্বাচনি অংশ | ৩০ |
সৃজনশীল অংশ
সৃজনশীল অংশে মোট ১১টি প্রশ্ন পাবে তুমি। এর মধ্যে উত্তর দিতে হবে ৭টির। প্রতিটির মার্ক ১০।
বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি অংশে মোট ৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটির মার্ক ১।
এসএসসি বাংলা ১ম পত্রে কোন ধরনের প্রশ্ন আসে?
সৃজনশীল অংশ
সৃজনশীল প্রশ্নের ধরন | প্রশ্ন সংখ্যা | তোমাকে কমপক্ষে উত্তর দিতে হবে |
গদ্য | ৪ | ২ |
কবিতা | ৩ | ২ |
উপন্যাস | ২ | ১ |
নাটক | ২ | ১ |
বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি প্রশ্নের ধরন | প্রশ্ন সংখ্যা |
গদ্য | ১২ |
কবিতা | ১২ |
উপন্যাস | ৩ |
নাটক | ৩ |
এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার সময়বণ্টন
পরীক্ষার জন্য সময় পাবে মোট ৩ ঘন্টা। এর মধ্যে বহুনির্বাচনি অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাকি থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। খেয়াল করো, এ ১৫০ মিনিটে তোামাকে ৭টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি উত্তরের জন্য তুমি তাহলে সময় পাবে ২১ মিনিটের মতো।
এসএসসি বাংলা ১ম পত্র সিলেবাস প্রস্তুতি নেবার উপায়
তুমি যদি ক্লাস নাইনের শিক্ষার্থী হও, তাহলে –
- সিলেবাসের সবগুলো গদ্য ও কবিতা এবং উপন্যাস ও নাটকের মূল অংশ ভালোমতো বুঝে বুঝে পড়ো।
- কবিতার প্রত্যেকটি লাইনের অর্থ; প্রবন্ধের প্রত্যেকটি লাইনের মূলকথা; গল্প, উপন্যাস ও নাটকের প্রধান চরিত্রগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য এবং গদ্য, কবিতা, উপন্যাস ও নাটকের মূলভাব ভালোভাবে জেনে নাও।
- তুমি যখন গদ্য, কবিতা, উপন্যাস ও নাটক পড়বে, তখন অবশ্যই লেখক পরিচিতি, মূলপাঠ, শব্দার্থ, পাঠ-পরিচিতি অংশগুলোর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগিয়ে দাগিয়ে পড়ো।
- প্রত্যেকটি অধ্যায় পড়া শেষ হলে তুমি কোনো সহায়ক বই থেকে সৃজনশীল ও এমসিকিউ প্রশ্ন পড়ে নিতে পারো।
ক্লাস টেনের শিক্ষার্থী হয়ে থাকলে তোমার প্রস্তুতিতে সামান্য পরিবর্তন আনতে হবে।
- বিভিন্ন স্কুল ও বোর্ডে আসা প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করো।
- নির্দিষ্ট সময়ের মধ্যে ৭টি সৃজনশীল লেখার অনুশীলন করো।
- যখন টেস্ট পেপার বের হবে, তখন সেখান থেকে প্রতিদিন একটি করে প্রশ্ন বাসায় সমাধান করে ফেলতে পারো।
- টেস্ট পেপার সমাধান করার সময় যে অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করতে একটু সময় লাগে বা সমস্যা হয়, সে অধ্যায়গুলো আবার ভালোভাবে পড়ো।
- যত বেশি সম্ভব, রিভিশন দাও।
চালিয়ে যাও নিজের প্রস্তুতি
এসএসসি বাংলা ১ম পত্র সিলেবাস ঠিকভাবে আয়ত্তে আনতে হলে গদ্য, কবিতা, উপন্যাস ও নাটকের মূলভাব জেনে নাও। সাথে সৃজনশীল লেখার প্র্যাকটিস বজায় রাখো। পাশাপাশি আগের বছরের প্রশ্নগুলো সমাধান করলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস গড়ে উঠবে তোমার। শুভ কামনা থাকলো তোমার জন্য!