আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়

আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়

আপেক্ষিক আণবিক ভর:
কোন যৌগের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে ঐ যৌগের আপেক্ষিক আণবিক ভর বলে।
কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুন করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হল ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরকে, পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে, আণবিক ভর হিসেবে ধরা হয়। একটি উদাহরণ দিয়ে বুঝে নেই চলো।
অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়:
O₂ অণুতে অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর =16
পরমাণুর সংখ্যা = 2
অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর = 16 x 2 = 32

কার্বন ডাই অক্সাইড এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয়:
CO₂ অণুতে,
কার্বনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর =12
অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর =16
CO₂ এর আপেক্ষিক আণবিক ভর = 12+ (16 x 2)
= 44
আপেক্ষিক আণবিক ভরের কোন একক নেই কারণ এটি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে বের করা হয় এবং আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক নেই কারণ এটি দুটি ভরের অনুপাত হয়ে থাকে।
এভাবেই তোমরা সব পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে পারবে।

শেয়ার:

শারমিন আফরোজ

শিখো-তে কেমিস্ট্রি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nine =