questions

Questioning Questions

“What is your favourite colour?”

-My favourite colour is Red. 

“When is your birthday?”

-Its on 30th July.

তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, আজকে আমরা questions নিয়ে জানবো! So let’s learn about WH questions. ইংরেজিতে ৯ টি word দিয়ে আমরা প্রশ্ন তৈরি করে থাকি। এই শব্দগুলো হলো- 

Who Ask about peopleWho are you?
WhatAsk for information What do you want?
When Ask about timeWhen do you want to leave?
Where Ask about placesWhere are we heading?
Which Ask about choicesWhich one is your favourite colour?
Why Ask about reasonWhy are you late today?
Whose Ask about possession Whose pen is this?
Whom Ask about people Whom do we need to ask?
How Ask about process, manner How was your exam?

WH questions বানানোর word-গুলোকে mainly ৩ ভাগে ভাগ করা হয়। 

  • Interrogative pronoun
  • Interrogative adjective
  • Interrogative adverb

চলো এই তিনটি type সম্পর্কে জেনে নিই।

Interrogative pronounWhom, whose, who, which, what- এই word-গুলো যখন একাই use হয় তখন এদের interrogative pronoun বলে। যেমন: Who are you? What did you want?
Interrogative adjectiveWhat, which, whose এই word-গুলোর সাথে কোনো noun যুক্ত থাকলে তাদেরকে Interrogative adjective বলে। যেমন: Which type of pen do you like? এখানে which-এর সাথে, noun ‘pen’ add হয়েছে।
Interrogative adverbআবার, How, where, when, why – এই word-গুলোকে interrogative adverb বলে। Interrogative adverb থাকা question-গুলোর answer, phrase দিয়ে করা যায়। যেমন: When have you come? এই প্রশ্নের জবাবে In the morning, phrase-টি ব্যবহার করা হয়েছে।

WH question বানানোর আগে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে- 

  • প্রথমে আমাদের ভাবতে হবে, আমরা যে question তৈরি করব, সেই প্রশ্নে কী বিষয়ে জানতে চাইছি। 
  • Subject সম্পর্কে জানার জন্য কীভাবে আমরা WH question বানাতে পারি, তা জানার আগে জানতে হবে, sentence-এ কী কী ধরনের subject থাকে। 
  • আমরা যদি কোন ব্যক্তি বা জাতি সম্পর্কে জানতে চাই তাহলে  question, Who দিয়ে start হবে।  
  • Subject কোনো বস্তু, বিষয়, gerund, infinitive বা clause হলে WH question, what দিয়ে start হয়। 
  • There দিয়ে sentence শুরু হলে- subject যদি ব্যক্তি হয় তাহলে question হবে, who দিয়ে, আর অন্য সব সময় question, what দিয়ে start হবে। 
  • আবার, There দিয়ে sentence শুরু হলে, যদি subject specific number-এর plural হয়, তবে how দিয়ে question শুরু হবে। how-এর সাথে many-ও যোগ হবে। 
  • আমরা যদি sentence-এ কী কাজ হয়েছে বা sentence-এর verb সম্পর্কে জানতে চাই তাহলে, what দিয়ে question শুরু হবে। এরপর what-এর সাথে tense অনুযায়ী auxiliary verb ও “do”- এর form use করতে হবে। 
  • Sentence-এর object যদি কোনো ব্যক্তিকে বুঝায়, তবে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করলে প্রশ্ন who or whom দিয়ে start হবে। অন্য সবকিছুর জন্য what দিয়ে question start হবে। 
  • আবার, Complement-এর ক্ষেত্রে যদি subject সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে  how বা what দিয়ে প্রশ্ন শুরু হবে। আর যদি object সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে what দিয়ে প্রশ্ন করতে হবে। 
  • Next, adverb or adverbial সম্পর্কে প্রশ্ন হলে, তা দিয়ে যদি জায়গা বুঝানো হয় তাহলে where,  সময় বুঝলে when, কারণ বুঝলে why, কীভাবে বুঝলে how, কতবার বুঝালে how many times বা how often দিয়ে প্রশ্ন শুরু হবে।
  • আবার, age, height, width ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করলে, how + adjective দিয়ে প্রশ্ন শুরু হবে। 

এতক্ষণ আমরা জানলাম WH questions নিয়ে। চলো এখন Statement Questions and Tag Questions নিয়ে জেনে নেই।

শুরু করা যাক Statement Questions দিয়ে। যখন আমরা informal-ভাবে কারো সাথে কথা বলি, তখন অনেক সময় কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বা কোনো কিছু বলার জন্য declarative question করে থাকি। এগুলোকেই Statement Question বলে।

যেমন: 

  • You all are well
  • That is your shirt?

আবার আরেক ধরনের question হলো Tag Question. অনেক সময় এমন হয়, আমরা যার সাথে কথা বলি তার support বা opinion জানতে চাই। এজন্য আমরা কোনো sentence বলার পর, ওই sentence-এর সাথেই কোনো কিছু ask করি। 

অর্থাৎ, আমরা কোনো affirmative বা imperative sentence-এর শেষে question add করে দেই। Add করে দেওয়া এইরকম প্রশ্নকেই বলে Tag Question। 

যেমন: Faruk is honest, isn’t he? You cannot do this, can you?

এখানে, Faruk is honest হলো একটি assertive sentence, যার সাথে isn’t he প্রশ্নবোধক অংশ add হয়ে একটি  Tag Question হয়েছে।

চলো এখন দেখে নেই Tag Question কত type-এর হয়ে থাকে।

Affirmative Tag Questions Main sentence negative হলে  tag question টি affirmative হবে। Affirmative tag-এর জন্য am, is, are, shall, will, could, can, would, have, has, need, might, must etc. auxiliary verb use করতে হবে। 
Negative Tag Questions Main sentence affirmative হলে tag question-টি negative হবে। Negative tag-এর জন্য এই auxiliary verb-গুলোর negative form-এর, short version use করতে হবে। যেমন: are not —- aren’t, Is not—– isn’t, Have not— haven’t, has not— hasn’t, Should not — shouldn’t, Could not— couldn’t.

Tag Question বানানোর কিছু নিয়ম আমরা এখন জেনে নেই।

Tag question বানানোর সময়, main sentence-এ full stop, Exclamation Mark থাকলে তা উঠে যাবে এবং comma বসবে, এরপর tag যুক্ত হবে। যেমন- This is a good book, isn’t it?
Tag question-এর subject সবসময় pronoun হয়। Subject male হলে He, female হলে she,  plural হলে they এবং অন্য কিছু হলে it হবে। যেমন- She has a pen, hasn’t she? He has done the work, hasn’t he? Nothing has happened, has it?
Request type-এর imperative sentence-এর tag question-এ  usually, can you,  can’t you, could you, couldn’t you, will you, won’t you, would you, wouldn’t you use করা হয়।যেমন- Please close the door, can’t you? Please pass the paper, won’t you?
Order-মূলক imperative sentence-এর tag question-এ,  will you, won’t you use করা হয়।যেমন- Don’t do that, will you?
Let us বা let’s দিয়ে sentence-এ proposal বুঝলে, tag question-এ shall we use করা হয়যেমন- Let’s do it, shall we?
কিন্তু Let দিয়ে আবার proposal না বুঝালে, sentence-এর general rule follow করে tag question হয়যেমন- Let them go, will you?
Sentence-এর subject everybody, somebody, everyone, anyone, none হলে,  tag question-এ subject ‘they’ বসে। যেমন- Everybody knows this, don’t they?
Main sentence-এ যদি কোনো auxiliary verb না থাকে তবে sentence-এর normal rules অনুযায়ী do, does, did, don’t, doesn’t, didn’t বসে।যেমন- He goes to school, doesn’t he? 
Subject-এ there is, there are থাকলে tag question-এ isn’t there, aren’t there হয়। যেমন- There are five cats in the house, aren’t there?
Sentence-এর subject moon, earth, country ইত্যাদি থাকলে tag question-এ she বসে।যেমন- Bangladesh is our country, isn’t she?
Sentence-এ কোন বস্তু বা প্রাণী থাকলে tag-এ it বসে। যেমন- The pen writes well, doesn’t it?
Sentence-এ one থাকলে tag question-এও one থাকে। যেমন- One should love his parents, shouldn’t one?
Sentence-এ seldom, never, hardly ইত্যাদি হলে sentence negative হয়, তখন tag question affirmative করতে হয়। যেমন- A barking dog seldom bites, does it?

So student, আজকে আমরা WH questions, statement question and tag question-এর ব্যাপারে জেনেছি। তুমি বাসায় study and practice করতে থাকো। Good luck!

শেয়ার:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =