রাশি কি?
এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি, তাকে রাশি বলা হয়। যেমন বাজারে গিয়ে তুমি ৫ কেজি আলু কিনলে – এখানে আলুর ভরটা পরিমাপ করা যায়। তাই ভর একটি রাশি। আবার মনে করো, বাজারটা তোমার বাসা থেকে ৫০ মিটার দূরে, তাই দূরত্বও একটি রাশি।
রাশির প্রকারভেদ:
যে সকল রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না, তাকে মৌলিক রাশি বলে। আর মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশি প্রকাশ করা হয়, তাকে লব্ধ রাশি বলে।
মৌলিক রাশি:
তুমি জেনে অবাক হবে মাত্র সাতটি মৌলিক রাশি যেমন – দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতার একক জানা থাকলে, তুমি পৃথিবীর সকল লব্ধ রাশির একক বের করতে পারবে।
মৌলিক রাশি ৭ টি। এরা হলো –
চলো এদের একক গুলো দেখে নেই এক ঝলক!
লব্ধ রাশি:
আর যে কোনো ভৌত রাশিগুলো – এক বা একের বেশি মৌলিক রাশি দিয়ে তৈরি। সুতরাং যে কোনো লব্ধ রাশিকে, বিভিন্ন সূচকের এক বা একের বেশি মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়।
যে কোনো লব্ধ রাশিকে, বিভিন্ন সূচকের এক বা একের বেশি মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়।
এই কথাটা বুঝলাম না!