যে সকল মৌলের পারমানবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে।
যেমন, হাইড্রোজেনের সাতটি আইসোটোপ আছে তবে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম এই তিনটি প্রকৃতিতে পাওয়া যায়। প্রত্যেকের পারমানবিক সংখ্যা সমান, কিন্তু ভরসংখ্যা ভিন্ন। ভরসংখ্যা ভিন্ন হবার কারণ হলো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার ভিন্নতা।
প্রোটিয়ামে,
প্রোটন সংখ্যা = ১
নিউট্রন সংখ্যা = ০
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
= ১+ ০
=১
ডিউটেরিয়াম্
প্রোটন সংখ্যা = ১
নিউট্রন সংখ্যা = ০
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
= ১+ ১
=২
টিট্রিয়ামে,
প্রোটন সংখ্যা = ১
নিউট্রন সংখ্যা = ০
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
= ১+ ২
=৩
প্রকৃতিতে এদের পর্যাপ্ততার শতকরা পরিমাণও কিন্তু ভিন্ন।
প্রোটিয়াম 99.98%
ডিউটেরিয়াম 0.015%
টিট্রিয়াম তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয় এবং প্রকৃতিতে খুব অল্প পরিমাণ পাওয়া যায়।