There is a hospital in our town.
There are five books in my bag.
There were six apples in the bowl.
এই sentence-গুলো there দিয়ে start হয়েছে এবং এই sentence-গুলো দিয়ে বিভিন্ন idea express করা হয়েছে। “There” দিয়ে sentence-গুলো শুরু হলেও কিন্তু এর নিজের এখানে কোনো meaning নেই। ‘There’ দিয়ে Sentence শুরু হয়েছে ঠিকই কিন্তু সেটা এখানে subject নয়। Sentece-এর subject-গুলো হলো – hospital, books and apples. এবং আমরা দেখতে পারছি subject-কে introduce করতে শুরুতেই “there” use করা হয়েছে। এমন “there”কে বলা হয় introductory there.
চলো, এখন আমরা sentence-এ Introductory here কীভাবে use হয় তা দেখে নেই।
- কোনো place-এ কোনো কিছুর অবস্থান বা existence বোঝাতে sentence-এ there use করা হয়। Table-এ There যুক্ত কিছু sentence-এর structure দেখতে পারছি আমরা।
Positive | There | be verb (is) | Subject (singular) | Object |
There | be verb (are) | Subject (plural) | Object | |
Negative | There | be verb (is) + not | Subject (singular) | Object |
There | be verb (are) + not | Subject (plural) | Object | |
Interrogative | is | there | Subject (singular) | Object |
are | there | Subject (plural) | Object |
Structure থেকেই আমরা দেখতে পারছি যে, “there” positive, negative and interrogative- এই তিন form-এই use হয়ে থাকে।
যেমন:
- There are some people in the field.
- There is not any ink in the pen.
- Is there any tea in the cup?
- There এর সাথে must, should, will, might, can, could, has to ইত্যাদি verb-ও use হয়। যেমন: There should be a solution to this problem.
- এগুলো ছাড়াও আরো কিছু verb, such as- seem, happen, appear, remain, exist etc., There-এর সথে use করা যায়।
যেমন: There seems to be some misunderstanding between them.
ঠিক একই ভাবে sentence শুরু করার সময় subject হিসেবে “It” use করা হয়। একে introductory “It” বলে। চলো এখন আমরা sentence-এ introductory “It”-এর use দেখে নেই –
Subject-কে introduce করতে it use করা হয়। | যেমন: It was a nice picture. এটার মনে হলো the picture was nice, আর subject, picture-কে introduce করতে it use হয়েছে। |
আগে mention করা হয়েছে এমন subject-কে indicate করতে, it use করা হয়। | যেমন: I forgot to give him my address. It was a mistake. এখানে, “it” দিয়ে আগে mention করা address-কে বুঝানো হয়েছে। |
আবার, time, weather, distance ইত্যাদি নিয়ে কথা বলার সময়, subject হিসেবে it use করা হয়। | যেমন: It is 10 o’clock now. It is warmer today than yesterday. It is winter. |
Inanimate object, child আর animal বুঝতে, it use করা হয়। | যেমন: I saw a child. It was crying. Yesterday I bought a shirt. It was costly. |
আগের বলা statement-কে, পরে বোঝাতে এবং পরের statement-এর forecast করার জন্য, it use করা হয়। | যেমন: It is true that he is a singer. It is a matter of great regret that her mother is no more. |
পরের কোনো noun বা pronoun-কে emphasis করতে, it use করা হয়। | যেমন: It is the house which I will buy. |
Impersonal verb-এর সাথে unspecific subject হিসেবে, it use করা হয়। | যেমন: It appears to me that you are fine. |
চলো it দিয়ে কয়েকটা different sentence এর structure দেখে নিই-
Negative | It | is/was | not | a good place |
Positive | It | is/was | a good place | |
Interrogative | Is/was | it | a good place | |
Interrogative – Negative | Is/was | it | not | a good place |
So, structure থেকেই আমরা দেখতে পারছি যে, It কখনো plural subject-এর সাথে use হয় না।
এতক্ষণ আমরা introductory “there” and “it” নিয়ে জানলাম। আশা করি তুমি এদের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছ।